নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া দ্বিতীয় জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতার নারী বিভাগ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার। এছাড়া পুরুষ বিভাগের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব ও নাইন স্টার যুব সংঘ। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ঝর্ণা আক্তার ও সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্যরা। এবারের জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ১৪টি ও নারী বিভাগে ৮টিসহ মোট ২২টি দল অংশ নিচ্ছে।
পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব, বাংলাদেশ আনসার, শেখ রাসেল স্পোর্টস একাডেমি, জহিরুল স্পোর্টিং ক্লাব, মা-মনি স্পোর্টিং ক্লাব, মিরপুর ফুটভলি ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, আলতাব হোসেন ফুটভলি একাডেমি, স্যান্ড এঞ্জেল ফুটভলি ক্লাব, নাইন স্টার যুব সংঘ, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, আরামবাগ স্পোর্টস ক্লাব, সাভার কমিউনিটি একাডেমি ও ফিরোজ স্মৃতি সংসদ।
নারী বিভাগে খেলছে- বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব, বাংলাদেশ আনসার, শেখ রাসেল স্পোর্টস একাডেমি, জহিরুল স্পোর্টিং ক্লাব, মা-মনি স্পোর্টিং ক্লাব, মিরপুর ফুটভলি একাডেমি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও আলতাব হোসেন ফুটভলি একাডেমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।