প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম লাইকি’র প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে দশ জনের অংশগ্রহণে নির্মিত একটি মিউজিক ভিডিও এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। ‘দেখবে সারা দুনিয়া’ মিউজিক ভিডিওটি লাইকি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। নৃত্যশিল্পী রিদি শেখ, সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল, শাহরিয়ার আলম মার্সেল ও নৃত্যদল রোহানস ড্যান্স গ্রুপের পাশাপাশি মিউজিক ভিডিওতে আরও দেখা যাবে নুসান তাসিম, আফসার, জিয়া উদ্দিন রবিন, নোবেল, সামিরা জাহিদ, আকাশ, নাহিদ, ইতি আয়েশা, সাজু ও রাসেল জেটিএস-এর মতো দর্শকপ্রিয় লাইকি আইকনদের। মিউজিক ভিডিওটিতে সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়া আলম মার্সেল এবং পরিচালনা করেছেন সৈকত রেজা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটির বিকাশের চেতনা বজায় রাখতে লাইকি প্রায়শই বিভিন্ন বিনোদনধর্মী চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার আয়োজন করে লাইকি। সর্বশেষ আয়োজনে, লাইকি একটি প্রতিভা প্রতিযোগিতা পরিচালনা করে এবং প্রতিযোগিতায় বিজয়ী দলকে ‘দেখবে সারা দুনিয়া’র অংশ হতে আমন্ত্রণ জানায়। মিউজিক ভিডিওটিতে উচ্চাকাক্সক্ষী তরুণদের গল্প তুলে ধরা হয়েছে। হেড অব লাইকি গ্লোবাল অপারেশনস গিবসন ইউয়েন মিউজিক ভিডিওটির সাথে এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে উদযাপন ও বিনোদনের দুটি সর্বাধিক প্রচলিত রূপ হচ্ছে গান ও নাচ। সৃজনশীল তরুণদের তাদের পছন্দের বিষয়ে কাজ করতে উৎসাহিত করার লক্ষ্যে সফল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ প্রদানের পাশাপাশি আমরা এই দুটি ফর্মের সমন্বয় ঘটিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে, দর্শকরা একে একই উদ্দীপনার সাথে গ্রহণ করবে এবং এর স্বাগত বার্তা দ্বারা অনুপ্রাণিত হবে। ভিডিওটি প্রকাশের পর, আমরা নিয়মিত প্রচারের পাশাপাশি একটি হ্যাশট্যাগ চ্যালেঞ্জ #দেখবেসারাদুনিয়া এবং নাচের কভার চালুর পরিকল্পনা করছি। বিএফডিসি, আহসান মঞ্জিল, এসআর ফিল্মস স্টুডিও এবং ঢাকার কয়েকটি স্থানে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।