Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বদল বা ফেরতযোগ্য নয়’, স্বামীকে নিলাম করতে চেয়ে বিজ্ঞাপন দিলেন মহিলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১০ পিএম

স্বামী লাগবে নাকি? লাগলে নিতে পারেন। তবে বদল বা ফেরতযোগ্য নয়। ফেরিওয়ালার মতো স্বামীকে নিলাম করতে চেয়ে একটি নিলামের ওয়েবসাইটে এমনই বিজ্ঞাপন দিলেন এক মহিলা। যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

মহিলা তার স্বামীর উচ্চতা, গায়ের রং, কী কাজ করেন, কত বয়স-সহ যাবতীয় তথ্য ওই ওয়েবসাইটে দিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘বিক্রয় চূড়ান্ত। তবে কোনও ভাবেই বদল বা ফেরত দেওয়া যাবে না।’ এমন বিজ্ঞাপন দেওয়ার কারণ কী?

গরমের ছুটিতে স্ত্রীকে ঘুরতে না নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই এমন আজব ঘটনার সূত্রপাত। মহিলার নাম লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। আয়ারল্যান্ডের বাসিন্দা। তার অভিযোগ, স্বামী জন ম্যাকঅ্যালিস্টার দুই সন্তান এবং স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে গরমের ছুটিতে একা ঘুরতে গিয়েছেন। সেখানে আনন্দ, ফূর্তিতে মজে রয়েছেন।

স্বামী নিলামের বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর ১২ জন গ্রাহকও জুটে যায়। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার টাকা দাম ওঠে জনের। বন্ধুদের কাছ থেকে তার নিলামের খবরটি পেয়েছিলেন জন।

তবে নিলামের ওই ওয়েবসাইটি এই বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। ওয়েবসাইটের পলিসি এবং কমপ্লায়েন্স ম্যানেজার জেমস রায়ান বলেন, “কোনও মহিলা তার স্বামীকে নিলামে তুলেছেন এ রকম বিজ্ঞাপন এই প্রথম দেখলাম।” সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ