বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, দিনাজপুরেধুশিশুটিকে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। আসামি ধরা পড়েছে। তবে ধরা পড়লেই তো হবে না, দ্রুত শাস্তির ধুম্যানেজ হয়ে গেলে শাস্তি দেয়ার সুযোগ থাকবে না। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে দিনাজপুরের পাঁচ বছরের শিশুসহ ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার অন্য শিশুদের দেখে বের হয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। রিয়াজুল হক বলেন, দিনাজপুরের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সভ্য সমাজ কেন, অসভ্য সমাজে কোনো পশুও এ ধরনের ঘটনা ঘটাতে পারে কি না সন্দেহ।
তিনি আরো বলেন, এসব ঘটনায় পুলিশের উচিত কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত শেষ করে আসামির বিচার শুরু করা। সরকার বাদী এসব মামলার আইনজীবীদের আন্তরিক হতে হবে। শুধু চার্জশিটের দুর্বলতার কারণে মামলা নষ্ট হয়ে যায়। আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার শিশুর পরিবারের পাশে এলাকার মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।