বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
মুমিন নারী ও পুরুষ একে অপরের সহায়ক এবং মুমিনগণ পরস্পর ভাই ভাই। এতদপ্রসঙ্গে আল কুরআনে ঘোষণা করা হয়েছে : (ক) আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের নির্দেশ দেয়, আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। তাদের আল্লাহপাক শীঘ্রই দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। (সূরা তাওবাহ : আয়াত-৭১)।
(খ) নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ-মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে। (সূরা হুজুরাত : আয়াত-১০)। যেভাবে সত্যিকার মুমিন হওয়া যায় এবং মুমিনগণ সেভাবে প্রশান্তি লাভ করে এর বিশদ বিবরণও আল কুরআনে তুলে ধরা হয়েছে।
(ক) ইরশাদ হয়েছে : আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজক রিজিক। (সূরা আনফাল : আয়াত-৭৪)। (খ) ইরশাদ হয়েছে : যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়। (সূরা রাআদ : আয়াত-২৮)।
সকল মুমিন একই ব্যক্তিসত্তার মতো। তারা কাউকে বিদ্রƒপ করে না, নিন্দা করে না, মন্দ নামে ডাকে না এবং তাদের নৈতিক চরিত্র হয় উত্তম। এতদপ্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে : হে ঈমানদারগণ! কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রƒপ না করে, হতে পারে তারা বিদ্রƒপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রƒপ না করে, হতে পারে তারা বিদ্রƒপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট! আর যারা তাওবাহ করে না তারাই তো জালিম। (সূরা হুযুরাত : আয়াত-১১)।
হাদিস শরীফেও এ ব্যাপারে তাকিদ এসেছে। যথা (ক) হযরত নুমান (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন : সমস্ত মুমিন একই ব্যক্তি সত্তার মতো। যদি তার মাথা ব্যথা হয়, তাতে তার গোটা শরীর বিচলিত হয়ে পড়ে। যদি তার চোখে ব্যথা হয়, তাতে তার সমস্ত শরীরই ব্যথা আক্রান্ত হয়। (মুসনাদে আহমাদ : ৩০/১৮৩৯৩)।
(খ) হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন : মুমিনদের মধ্যে সেই ব্যক্তিই ঈমানের পূর্ণতা লাভ করেছে, যে নৈতিক চরিত্রের দিক থেকে তাদের মধ্যে সর্বোত্তম। (সুনানে আবু দাউদ : ৪/৪৫৮২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।