মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অ্যাংলো-অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানি রিও টিন্টো জানিয়েছে, গত পাঁচ বছরে তাদের কোম্পানির ২১ জন নারীকর্মী কর্মক্ষেত্রে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধাতু ও খনির কর্পোরেশন রিও টিন্টো ৩৫টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যৌন হয়রানির ঘটনা বা কোথায় সংগঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। কোম্পানির নিয়ম বা রীতি অনুযায়ী যৌন হয়রানি বা বর্ণবাদমূলক ঘটনার সংখ্যা প্রকাশ করা হয়। তবে কোথায়, কারা ও কীভাবে এসব ঘটনা ঘটে সে বিষয়ে তথ্য দেয়নি কর্তৃপক্ষ। গত বছর পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার বেশ কয়েকটি মামলা ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। রিও টিন্টো পশ্চিম অস্ট্রেলিয়ার দূরবর্তী মাইনিং সাইটগুলোর অন্যতম বড় অপারেটর। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।