মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একদিনেই ২ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ক্যাম্পাসের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অপরদিকে একই দিনে মিনেসোটার একটি স্কুলে গুলিতে এক শিক্ষার্থী নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এক টুইটে ভার্জিনিয়া পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী একটি কলেজে দুই নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আলেক্সান্ডার ওয়াচ ক্যাম্পবেল নামে ২৭ বছর বয়সী এক যুবককে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।
ওই কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী কেসি ট্রুসলো মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, ক্লাসরুম ভবনের বাইরে গুলির শব্দ শুনতে পেয়েছেন। দ্বিতীয় বার গুলির শব্দ হলে তারা সবাই মেঝেতে শুয়ে পড়েন। প্রায় ১ ঘণ্টার মতো তারা সেভাবেই ছিলেন। নিহত ২ পুলিশ কর্মকর্তার নাম জন পেইন্টার এবং জে. জে. জেফারসন বলে জানানো হয়েছে।
এদিকে, মিনেসোটার রিচফিল্ডে অপর একটি সহিংস ঘটনা ঘটেছে যেখানে এক শিক্ষার্থী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বন্ধুরা তার মরদেহ শনাক্ত করেছেন। তারা জানিয়েছেন, ওই শিক্ষার্থীর নাম জামারি রাইস। সূত্র : এএফপি, এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।