Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে নতুন প্রক্টরের দায়িত্ব পেলেন ড. আসাবুল হক

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত প্রক্টর জনাব মো. লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হলো এবং
গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাবুল হককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, গতকাল রাত দেড়টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভারপ্রাপ্ত প্রক্টর জনাব মো. লিয়াকত আলীকে প্রত্যাহারের ঘোষণা দেন রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের হিমেল নামের এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ