Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিলেন ভিসি

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় ছয় দফা দাবি তুলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি মেনে উত্তাল ক্যাম্পাসকে শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ।

বুধবার (২ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে প্যারিস রোডে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি মেনে নেন উপাচার্য অধ্যাপক ড.গোলাম সাব্বির সাত্তার।

শিক্ষার্থীদের ৬-দফা দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগ, নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।

এসময় শিক্ষার্থীরা ছয়দফা দাবির পাশাপাশি আরো কিছু দাবি জানান, ক্যাম্পাসের অভ্যান্তরে ভারি যানবাহন চলাচল নিষেধ, বহিরাগতদের পুরোপুরি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ট্রাকচালক ও টিকাদারকে দ্রুত গ্রেফতার করা,চারুকলা রোডসহ ক্যাম্পাসের সকল রোডের নিরাপত্তা নিশ্চিত করা।

শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার নিহত শিক্ষার্থীর মৃত্যুে শোক প্রকাশ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের সকল দাবি মেনে একসাথে এ সমস্যার সমাধান করার আশা ব্যক্ত করেন। এসময় মহানগরের মেয়র এএইসএম খাইরুজ্জামান লিটনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

এরআগে, রাত ১১টা থেকে ট্রাকচাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ