Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের বিরুদ্ধে ৯ দেশ ও ইইউয়ের যৌথ বিবৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে হাই রিপ্রেজেন্টেটিভ একটি যৌথ বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই বিবৃতি। এতে মিয়ানমারের সামরিক জান্তা ও তার প্রতিনিধিদের কাছে সব রকম অস্ত্র, সরঞ্জাম, উভয়কাজে ব্যবহার্য্য সরঞ্জাম এবং প্রযুক্তি সহায়তা বিক্রি বা হস্তান্তর না করার আহ্বান জানানো হয়েছে। মানবিক প্রয়োজন অনুযায়ী মিয়ানমারের জনগণকে অব্যাহতভাবে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিটি এ রকম- ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা কেড়ে নেয়। দেশটির জনগণের মধ্যে গণতন্ত্র নিয়ে যে উচ্চাকাক্সক্ষা সৃষ্টি হয়েছিল, এর মধ্য দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পরেও মিয়ানমারের জনগণের ওপর ক্ষতিকর প্রভাব স্পষ্ট। সেখানে কমপক্ষে এক কোটি ৪০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। অর্থনৈতিক সঙ্কট তীব্র। গণতান্ত্রিক যে অর্জন হয়েছিল তাকে উল্টো পথে পাঠানো হয়েছে। সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই সঙ্কটের দায় বহন করতে হবে সামরিক শাসকদের। তারা মিয়ানমার এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ভয়াবহভাবে খর্ব করেছে। আরও একবার আমরা অবিলম্বে সহিংসতা বন্ধ করে সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান আহ্বান করি। সামরিক শাসকদের প্রতি আমরা পুনর্বার অনুরোধ করি অবিলম্বে জরুরি অবস্থা তুলে নিন, যাতে মানবিক সহায়তা পৌঁছে দেয়া যায়। মুক্ত করে দিন খেয়ালখুশি মতো বন্দি রাখা বিদেশিসহ সবাইকে। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত ফিরিয়ে আনুন। এতে আরো বলা হয়, অভ্যুত্থানের বার্ষিকীতে আমরা গত একটি বছর নারী, শিশু, মানবিক কর্মী, মানবাধিকার কর্মী ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যেসব সদস্য প্রাণ হারিয়েছেন- তাদেরকে আমরা স্মরণ করছি। নিউ ইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ