মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষমতা দখলের এক সপ্তাহের মাথায় সংবিধান পুনর্বহালের ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসোর সামরিক সরকার। একই সঙ্গে একটি অন্তর্বর্তী মেয়াদের জন্য অভ্যুত্থানের নেতাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। অভ্যুত্থানের জেরে বুরকিনা ফাসোর সদস্য পদ বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এছাড়া পশ্চিম আফ্রিকা ও জাতিসংঘের কূটনীতিকরা দেশটিদে বেসামরিক শাসন ফেরাতে চাপ প্রয়োগ করেছে। এরপরই সংবিধান পুনর্বহাল এবং প্রেসিডেন্ট নিয়োগের ঘোষণা দেয় অভ্যুত্থানকারী সরকার। সোমবার টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বুরকিনা ফাসোর সামরিক সরকার একটি ‘মৌলিক আইন’ অনুমোদনের ঘোষণা দেয়। এই আইনে সংবিধানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। ২৪ জানুয়ারি অভ্যুত্থানের পর অবশ্য এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তার পাশাপাশি সংবিধানে বর্ণিত মৌলিক স্বাধীনতা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, চলাফেরা এবং বাক স্বাধীনতার মতো বিষয়গুলোর নিশ্চয়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৌলিক আইনে সামরিক সরকারের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়টিক মুভমেন্ট ফর প্রিজারভেশন অ্যান্ড রিস্টোরেশন (এমপিএসআর)। বিবৃতিতে বলা হয়, এই সরকার অন্তর্র্বতী একটি সংস্থা গঠনের বাকি থাকা কাজ চালিয়ে যাওয়া নিশ্চিত করবে। তবে এজন্য কোনও সময়সীমার কথা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে অভ্যুত্থানের নেতা লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবাকে এমপিএসআর এর প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট, রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার দায়িত্বও পালন করবেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।