Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে গ্যাস সিলিন্ডারের দাম কমলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ভারতে ২০২২-২৩ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঠিক আগে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এসেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উৎপাদনকারী সংস্থাগুলো। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ রুপি কমিয়েছে। দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৯০৭ রুপি। এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হলেও গ্যাসের সিলিন্ডারের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক বলে মনে করছেন। তবে গ্যাসের দাম না বাড়ায় আপাতত কিছুটা স্বস্তিতেই থাকছেন সাধারণ মানুষ। ভর্তুকিবিহীন ইন্ডেনের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের রেট অপরিবর্তিত থাকায় ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে তা মিলবে ৮৯৯ রুপি ৫০ পয়সায়। কলকাতায় সিলিন্ডার কেনা যাবে ৯২৬ রুপিতে। মুম্বাইতে সিলিন্ডার পাওয়া যাবে দিল্লির হারেই। এর চেন্নাইতে সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ রুপি ৫০ পয়সা। উল্লেখ্য, দেশটিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সর্বশেষ বাড়ানো হয়েছিল গত বছরের ৬ অক্টোবর। হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ