Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার শুরু জাতীয় ফুটভলি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৭ পিএম

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতার খেলা। পল্টন ময়দানে অনুষ্ঠেয় টুর্নামেন্টের দুই বিভাগে মোট ২২টি দল অংশ নিচ্ছে। যার মধ্যে পুরুষ বিভাগে ১৪টি ও নারী বিভাগে ৮ দল খেলছে। পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উভয় বিভাগেই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে। গ্রুপ পর্ব শেষে চারটি করে দল খেলবে সেমিফাইনালে। শেষ চারের সেরা দু’টি করে দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের জন্য থাকছে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। এছাড়া ব্যক্তিগত পুরস্কারও থাকছে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও ফুটভলি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ঝর্ণা আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ