Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে দখল হওয়া রাস্তার তালিকা দিতে ডিএনসিসি মেয়রের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম অবৈধভাবে দখল হয়ে যাওয়া রাস্তার তালিকা দিতে কাউন্সিলরদের প্রতি নির্দেশ দিয়েছেন। সবশেষ বোর্ড সভায় কাউন্সিলরদের প্রতি এ নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

পিয়াল হাসান জানান, বোর্ড সভায় আতিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু রাস্তা রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন মালিকরা অবৈধভাবে দখল করে নিয়েছে। তাই ওই রাস্তাগুলো উচ্ছেদপূর্বক প্রকৃত নকশা অনুযায়ী প্রশস্ততা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তালিকা প্রস্তুত পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের ডিএনসিসির সম্পত্তি বিভাগের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত করে রাস্তাগুলোর প্রশস্ততা নিশ্চিত করবে ডিএনসিসি।

তথ্য কর্মকর্তা বলেন, সভায় ডিএনসিসির হালনাগাদকৃত টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী/অক্ষম) জনসাধারণের ব্যবহারের জন্য বিশেষায়িত মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি ক্রয়, পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে লোকবল নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সেই সভায় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Abdul Kader ২ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৭ পিএম says : 0
    In Dhaka North, Word # 33, the Road from Mohammadpur Bus Stand to Sia Mosjid, is always busy and heavy traffic. As per RAJUK, this road is 60 feet. But, now, somewhere it is 30 feet, somewhere it is 40 feet. So, I humbly request to Honorable Mr. Mayor (DNCC), please look this mater and take necessary step for wide this road as per RAJUK.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ