বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় আরাফাত রহমান (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। বগুড়া শহরের চক নাটাই এলাকার মানিক প্রামাণিকের ছেলে আরাফাত রহমান বগুড়ার গাবতলীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে, আরাফাত রহমানের বড় বোন মোহনা জানান, তার ভাইয়ের কিডনি রোগ ছিল। কিন্তু সেটা কেউ জানতো না। এরই মধ্যে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। ১৭দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা আক্রান্ত আরাফাত রহমানকে গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।