বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইনকে বদলী করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম। গত শনিবার উচ্চ পর্যায়ের তদন্ত দল পার্কের জেব্রার মৃত্যুর ঘটনা তদন্ত করতে আসেন। এসময় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ উঠে। পরদিন গতকাল সোমবার তাকে প্রত্যাহার করে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে প্রত্যাহার করে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে গত রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জন কুমার ভৌমিকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি সাফারী পার্কের জেব্রার মৃত্যুর ঘটনা তদন্ত করতে আসেন। এসময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ পার্কের প্রকল্প কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বহীনতা, অনিয়ম, দুর্নীতি প্রসঙ্গে অভিযোগ উপস্থাপন করেন। তিনি বলেন, সম্প্রতি সাফারী পার্কে একটি বাঘেরও মৃত্যু হয়েছে। বিষয়টি পার্ক কর্তৃপক্ষ গোপন রেখেছে। তিনি দায়িত্ব অবহেলার কারণে পার্কের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।