মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমবার (৩১ জানুয়ারি) জাপানের বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে বলে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে তিনি ওই বিমানটির ক্রু। তাকে উদ্ধারের তৎপরতা জোরালো করা হয়েছে।
জাপান বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের একটি এফ-১৫ বিমান ইশিকাওয়া ঘাঁটি থেকে উড্ডয়নের পরই নিখোঁজ হয়ে যায়। স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩০ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। সম্ভবত ওই সময় বিমানটি কোমাতসু ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিম সাগরে অবস্থান করছিল।
জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি দুই ক্রু সদস্য ধারণে সক্ষম। তবে উড্ডয়নের সময় এতে কতজন ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জাপানের বিমানবাহিনীতে খুব সামান্য দুর্ঘটনা দেখা যায়। ২০১৯ সালে একটি এফ-৩৫-স্টিলথ বিমান সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার তদন্তে উঠে আসে পাইলটের গাফিলতির কারণে ওই যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়ে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই তিন বছরের মাথায় এবার মাঝ আকাশেই গায়েব হল আরেকটি যুদ্ধবিমান। সূত্র: রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।