মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাগদাদ বিমানবন্দরে রকেট হামলার পর ইরাকে এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কুয়েত। এক বিবৃতি প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে কুয়েতের প্রধান বিমান সংস্থা ‘কুয়েত এয়ারওয়েস’। খবর আল আরাবিয়ার।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে ইরাকে সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ করা হলো।
এর আগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) ইরাকের বিমানবন্দরে পরপর তিনটি রকেট হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অব্যহৃত একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। এরপরই এমন ঘোষণা এলো কুয়েত এয়ারওয়েসের পক্ষ থেকে।
হামলার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিমানবন্দরের কাছেই ছিল মার্কিন সামরিক ঘাঁটি। এ হামলার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে ইরাকি কর্তৃপক্ষ। সূত্র : আল আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।