Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকসানের বোঝা নিয়ে রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : সাড়ে তিনশ’ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গতকাল থেকে রাজশাহী চিনিকলে ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর দফতর ঢাকার সিডিআর পরিচালক হাবিবুর রহমান, নর্থবেঙ্গল চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, নাটোর চিনিকল ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ, কাটাখালি পৌরমেয়র আব্বাস আলী, রাজশাহী চিনিকল মহাব্যবস্থাপক (কৃষি) রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) ওয়াদুদ আল-আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সিদ্দিক আলী, মহাব্যবস্থাপক (অর্থ) সায়েন বিন সোলেয়মান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী চিনিকল ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন।
রাজশাহী চিনিকল সূত্র জানায়, এবার মিলজোন এলাকায় ১৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তার বিপরীতে চলতি বছর চাষ হয়েছে ১২ হাজার ৩৭১ একর। চলতি মৌসুম আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ১০ হাজার মেট্রিক টন ধরা হয়েছে। চলতি বছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিক টন। গত মৌসুমে চিনি উৎপাদন সাড়ে ৭ হাজার টন ধরলেও উৎপাদন হয়েছিল ৪ হাজার ২৮৭ টন। এবার মিলগেটে চাষিরা প্রতি মণ (৪০ কেজি) আখের দাম পাচ্ছেন ১১০ টাকা এবং মিলগেটের বাইরের চাষিরা পাবেন ১০৫ টাকা।
প্রায় ৩৫২ কোটি টাকা লোকসানের বোঝা এবং পাঁচ হাজার টন চিনি ও চিটাগুড় মজুদ আছে ৩ হাজার ৩৯৫ টন। মিলজোন এলাকায় ক্রাশার চলায় এবারও আখের অভাবে সীমিত সময় চলার পর বন্ধ হয়ে যেতে পারে এ মিলের চিনি উৎপাদন। গত বছর ৬১ দিন মিল চালু রাখার ব্যবস্থা থাকলেও আখের অভাবে ৫১ দিন চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোকসানের বোঝা নিয়ে রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ