Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করদাতা সৃষ্টি করতে হবে - গণপূর্ত মন্ত্রী

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ভীতি নয় কর প্রদানে করদাতাদের উৎসাহী করতে হবে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজস্ব বাড়াতে নতুন করদাতা সৃষ্টি করতে হবে। গ্রামে-গঞ্জে যেতে হবে, করের আওতা বাড়াতে হবে। তিনি গতকাল (মঙ্গলবার) বন্দর-নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপী কর মেলার উদ্বোধনকালে এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইকবাল বাহার, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। চট্টগ্রাম কর অঞ্চল আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেনÑ মেলা উদযাপন কমিটির আহŸায়ক ও কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন। পরে মন্ত্রী ফিতা কেটে কর মেলার উদ্বোধন করেন। চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি চট্টগ্রামের কর অঞ্চল সমূহের অধীন কক্সবাজারে চারদিন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় একদিন, সীতাকুÐ ও চকোরিয়া উপজেলায় দুইদিন, চট্টগ্রাম জেলার আনোয়ারা, পটিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী ও সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজারের টেকনাফ উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন করদাতা সৃষ্টি করতে হবে - গণপূর্ত মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ