Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৭:০৯ পিএম

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের (আরএওপি) দ্বি বার্ষিক (২০২২-২০২৪ মেয়াদে) নির্বাচন আগামী ১৪ ফেব্রæয়ারি ঢাকার বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কাজী আব্দুর রহিম আজ সোমবার ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ আগামী ১৭ ফেব্রæয়ারি শেষ হচ্ছে। সংগঠনের বর্তমান কমিটির সভাপতি এম টিপু সুলতান রিক্রুটিং এজেন্সির মালিক ও বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী ভূমিকা রাখার উদ্দেশ্যেই ২০১৮ সালে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ গঠিত হয়। আসন্ন নির্বাচনে প্রার্থীরা ব্যাপক প্রচারনা শুরু করেছেন। রিক্রুটিং এজেন্সির মালিক পক্ষের স্বার্থ সংরক্ষণ এবং মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে সিন্ডিকেট বিরোধী আন্দোলনে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখছে। আসন্ন নির্বাচনে সংগঠনের সভাপতি, মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে সর্বমোট ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। সভাপতি পদে এম টিপু সুলতান, ইনাম আব্দুল্লাহ মহসিন ও মো. শাহন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, আরিফুর রহমান ও জামাল হোসেন প্রতিদ্ব›দ্বীতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ