Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজিদের সঙ্গে হোটেলের লবিতেও কথা বলত না ভারতের খেলোয়াড়রা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৪ পিএম
ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা ছিল তা আবার মনে করিয়ে দিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। 
 
তিনি নিউজ-১৮ নামে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের সময়ে অজি খেলোয়াড়দের সঙ্গে হোটেলের লবিতেও কথা বলতেন না তারা৷ আর মাঠের মধ্যে তো অন্যরকম উত্তেজনা কাজ করতই। 
 
তবে হরভজন জানিয়েছেন এখন আর সেই দিন নেই৷ আইপিএল সব পরিবর্তন করে দিয়েছে। কারণ সব দেশের খেলোয়াড়রা এখন আইপিএলের কল্যাণে এক হচ্ছেন৷ ৩০-৪০ দিন একসঙ্গে ঘুরছেন, অনুশীলন করছেন, খাচ্ছেন। এক কথায় সবই করছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ