বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় ৩১ জানুয়ারি সোমবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৭ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পুটিয়াখারী গ্রামের মৃত জঙ্গল দাসের ছেলে অখিল দাস (৮০), সাতক্ষীরা শহরের মেহদিবাগ এলাকার মোস্তাফিজুল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন (৫৫) ও যশোরের মনিরামপুর উপজেলার চাকলা পারখাজরা গ্রামের মৃত কানাই লাল সিংহ এর ছেলে বিষ্ণপদ সিংহ (৭০)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৫৩ দশমিক ৩৮ শতাংশ। এর একদিন আগে শনাক্তের হার ছিল ৫২ দশমিক ৮৪ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।