Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের উর্ধমুখি ধারা অব্যাহত ২৪ ঘন্টায় আক্রান্ত আরো ৪২৫

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ২:০১ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় প্রায় দেড়গুন বেড়ে ৪ মাসের সর্বোচ্চ ৪২৫ জনে উন্নীত হয়েছে। যা অক্টোবর থেকে ডিসেম্বরের মোট আক্রান্তেরও বেশী। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় সবগুলো জেলা উপজেলাতেই এসময়ে করোনা সংক্রমন বেড়েছে। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৫। ফলে চলতি মাসের ৩০ দিনে শনাক্তের সংখ্যা ৩ হাজার অতিক্রম করে আরো ৭০ যোগ হল। অথচ ঠিক একমাস আগেই দক্ষিণাঞ্চলে মোট সংক্রমন ছিল ২২ জন। আর গত নভেম্বরের ৩০ দিনে এ অঞ্চলে ৬৬ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছিল। নভেম্বর ও ডিসেম্বরে কোন মৃত্যু ছিল না। অক্টোবরে মোট আক্রান্ত ২১৭ জনের মধ্যে প্রথম ১৫ দিনে দুজনের মৃত্যু হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য দফÍরের মতে, সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরিক্ষায় ৭৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৭০%। এ হার সারা দেশের প্রায় সর্বোচ্চ হলেও গত সপ্তাহে শনাক্তের সংখ্যা ছিল প্রায় ৪৯%। এসময়ে পিরোজপুরে শনাক্তের হার ছিল প্রায় ৬৫%।
গত ২৪ ঘন্টায়ও দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমন ছিল বরিশাল মহানগরীতে,৮৪ জন। এসময়ে মহানগরী সহ জেলায় মোট সংক্রমনের সংখ্যাটা ছিল ১৩৬। আগেরদিন মহানগরীতে ৪৯ জন সহ জেলাটিতে ১৫১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বরিশালে গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল ভোলাতে, ৬৮ জন। যা আগের দিনের দ্বিগুনেরও বেশী। পটুয়াখালীতেও আগের দিনের ৪০ জনের স্থলে গত ২৪ ঘন্টায় ৬১ জনের দেহে করোনা পাজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনাÑবাগেরহাটের সীমান্তবর্তি পিরোজপুরেও সংক্রমন বেড়ে চলেছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় আরো ৫১ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আগের দিন সংখ্যাটা ছিল ৬৪। পিরোজপুর সংলগ্ন ঝালকাঠীতেও এসময়ে আরো ৫২ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমনের এ জেলাটিতে আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৫৬। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের ২২ থেকে ৩৬ জনে উন্নীত হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৪৫ জন সহ দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ৪৫ হাজার ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে এপার্যন্ত বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলে সংক্রমন সংখ্যা ৪৮ হাজার ৬৭০ জনে উন্নীত হয়েছে। যারমধ্যে মাত্র ৬% জনসংখ্যার বরিশাল মহানগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজারেরও বেশী। মহানগরী সহ বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৮৮। মহানগরীতে ১০২ জন সহ জেলাটিতে মারা গেছেন ২৩০ জন। এরপরেই সর্বাধীক আক্রান্তের জেলা ভোলাতে মোট সংখ্যাটা ৭ হাজার ৩১৭। এ দ্বীপ জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৯২ জন। তৃতীয় সর্বোচ্চ সংক্রমনের পাটুয়াখালীতেও মোট সংখ্যাটা ৬ হাজার ৬১৪’তে উন্নীত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ১০৯ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে আক্রান্ত ৫ হাজার ৮৭৯ জনের মধ্যে মারা গেছেন ৮৩ জন।
দক্ষিণঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে এখনো গড় সংক্রমন হার সর্বোচ্চ। জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৯ জন। আর সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতেও এপর্যন্ত ৪ হাজার ১৬৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
গত জুলাই মাসেই করোনার মহাসংকটকাল অতিক্রমকালে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১৫ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছিল প্রায় দেড়শ নারী-পুরুষের। এরমধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৩ হাজার। মৃত্যু হয়েছিল ১২ জনের। মে মাসে দক্ষিণাঞ্চলে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০। মৃত্যু হয়েছিল ২৫ জনের। তবে গত আগষ্টের মধ্যভাগ থেকেই দক্ষিনাঞ্চলে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও গোটা মাসে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৯ হাজার। মৃত্যু হয় ১৬৭ জনের। সেপ্টেম্বরে পরিস্থিতির নতুন মোড় নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৫ জনে হ্রাস পেলেও মৃত্যু হয়েছিল ২৩ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ