Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভারটনের কোচ হলেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১:৩৯ পিএম
চেলসির সাবেক তারকা খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে কোচ হিসেবে বেঁছে নিয়েছে ইংলিশ ক্লাব এভারটন। 
 
ক্লাবটির সঙ্গে ল্যাম্পার্ড ২.৫ বছরের চুক্তি করেছেন৷ এখন তিনি সহকারী কোচ ঠিক করার বিষয়টি করে যাচ্ছেন৷ খবর বিবিসি। 
 
রবিবার তার সঙ্গে সব চুক্তি হয়ে গেছে৷ সোমবার এটি অফিসিয়ালভাবে ঘোষণা দেয়ার কথা ছিল৷ 
 
৪৩ বছর বয়সী ল্যাম্পার্ড রাফায়েল বেনিতেজের পরিবর্তে  এভারটনের দায়িত্ব নিয়েছেন৷ 
 
১৩টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পাওয়ায় বেনিতেজের বিদায় ঘণ্টা বেজে যায়। 
 
এদিকে এভারটনের দায়িত্ব নেয়ার মাধ্যমে এক বছর বাদে আবার মাঠে ফিরছেন ল্যাম্পার্ড৷ বছরখানেক আগে চেলসির কোচ থেকে তাকে বহিষ্কার করা হয়৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ