Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০০ পিএম

চট্টগ্রামে সোমবার থেকে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম ফের শুরু হচ্ছে। মহানগরীর চারটি কেন্দ্রে সকাল থেকে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেওয়া হচ্ছে । এই চার কেন্দ্র হলো চট্টগ্রাম গ্রামার স্কুলের সার্সন রোড ক্যাম্পাস ও চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস, নাসিরাবাদ হাউজিংয়ের সান সাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং কাতালগঞ্জের লিটল জুয়েলস গ্রামার স্কুল। বাদ পড়া কিছু সংখ্যক শিক্ষার্থীকে প্রথম ডোজও দেওয়া হবে এর একটি কেন্দ্রে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানান । এর আগে গত ২২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরী ও ২৪ জানুয়ারি উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শেষ করা হয়। এর মাঝে প্রায় ৩২ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে ২য় ডোজ দেওয়া হয়েছে। মহানগরীসহ জেলার ১২-১৮ বছরের ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীর শতভাগকে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে বলে জেলা শিক্ষা অফিস ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে গত ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয় চট্টগ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় ডোজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ