Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লিবান পুরস্কৃত

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজিত ১১তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে শিশু চিত্রশিল্পী মাহরুস আলম লিবান। মাইলস্টোন কলেজের পরিচালক মো: মাসুদ আলম ও শারমিন আকতার লিপি দম্পতির প্রথম সন্তান মাহরুস আলম লিবানের আঁকা ছবিটি ‘ক’ বিভাগ থেকে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়। গত ৩০ অক্টোবর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেরা শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ ও নির্বাচিত সেরা ছবি নিয়ে দুই দিনব্যাপি প্রদর্শনী। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে অন্যান্য সেরা আঁকিয়েদের সাথে নির্বাচিত সেরা ছবির জন্য পুরস্কার গ্রহণ করেন মাহরুস আলম লিবান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি উবেয়ার্ট, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিউনি কুলেনিয়ার, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী রোকেয়া সুলতানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লিবান পুরস্কৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ