Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক ‘দ্য ইনডিপেনডেন্ট’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:৪৭ এএম

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট। করোনা সঙ্কটের প্রথম দিকে অর্থাৎ প্রায় দুই বছর আগে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়। এরপর কেবল অনলাইন সংস্করণ চলছিল। রবিবার (৩০ জানুয়ারি) সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মালিকপক্ষ।
এ বিষয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, আজ থেকে স্থায়ীভাবে ইনডিপেনডেন্ট পত্রিকা বন্ধ করা হলো। এটা আমাদের মালিকপক্ষের সিদ্ধান্ত। আমাদের প্রধান সম্পাদক এম শামসুর রহমান আজ বৈঠক করে সবাইকে জানিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৬ মার্চ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু করে। করোনা মহামারির কারণে ২০২০ সালের ৬ এপ্রিল পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল।



 

Show all comments
  • Shamsolalam ১৭ নভেম্বর, ২০২২, ১১:২৬ এএম says : 0
    স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য ইনডিপেনডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ