গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আজ রবিবার বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র রোগ মুক্তি কামনায় জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে দো'আ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা- গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এর সভাপতিত্বে দো'আ মাহফিলে অংশগ্রহণ করেন- প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য এড. মো. রেজাউল ইসলাম ভুঁঞা, চেয়ারম্যানের উপদেষ্টা- নুরুল আজহার শামীম, এড. জহিরুল ইসলাম জহির, ভাইস-চেয়ারম্যান- মো. আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-লিয়াকত হোসেন চাকলাদার, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, শাহাদাত কবীর চৌধুরী, শ্রী সুজন দে, আখতার হোসেন দেওয়ান, এম.এ সোবহান, মো. জুবের আলম খান রবিন, আজহারুল ইসলাম সরকার, শেখ মাসুক রহমান, মাহমুদ আলম, দ্বীন ইসলাম শেখ, ইব্রাহিম আজাদ।
মহান আল্লাহর দরবারে সৈয়দ আবু হোসেন বাবলা,এমপি’র রোগমুক্তির জন্য এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রূহের মাগফিরাত কামনা করে দো’আ মাহফিল পরিচালনা করেন- জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ। দো’আ মাহফিলে আরো অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য সামসুল হুদা মিয়া, শেখ সারোয়ার, শেখ হুমায়ুন কবির শাওন, মিনি খান, শামসুল হক, মোহাম্মদ আবু ওয়াহাব, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব- মোড়ল জিয়াউর রহমান, মহানগর নেতা- হুমায়ুন কবীর, হাজী শাহজাহান, মোঃ আফতাব হোসেন, মনঞ্জুরুল ইসলাম, হুমায়ুন কবীর কালা, জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক- নাজমুল হাসান রেজা, পল্লীবন্ধু পরিষদের জাকির হোসেন ও জাকির হোসেন জাকের প্রমুখ। জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম প্রেরিত এক সংবাদ জ্ঞিপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।