Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকের দশ বছরের কারাদণ্ড

কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত গতকাল দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় সোহেল রানা নামের এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ -এর ৫৭ ধারায় এই সাজার রায় দেন। রায় ঘোষণার সময় আসামী সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত যুবক সোহেল রানার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়ায়। তার বাবার নাম শাহাদৎ হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, এ মামলায় বাদি ও ভিকটিমসহ ছয়জন সাক্ষির জবানবন্দি রেকর্ড করা হয়। এতে অপরাধ সান্দেহতীতভাবে প্রমানিত হওয়ায় সোহেলকে ৫৭ ধারায় দোষি সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সোহেলকে কারাগারে পাঠানো হয়।
ইসমত আরা জানান, সোহেল একই গ্রামের কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর ২০১৮ সালের ৪ মে ওই ছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেয়। এ অবস্থায় একই বছর ১৪ জুন মান্দা থানায় ৫৭ ধারায় একটি মামলা দায়ের করে মেয়েটির বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের দশ বছরের কারাদণ্ড

৩১ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ