Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে সামরিক উপস্থিতি দ্বিগুণ করবে ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপের সামরিক উপস্থিতি দ্বিগুণ করতে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সম্ভাব্য সেনা মোতায়নের বিষয়টি ‘ক্রেমলিনকে পরিষ্কার বার্তা দেবে’। রবিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেশগুলোর সঙ্গে রাশিয়ার সমস্যা দিনদিন আরও জটিল রূপ নিচ্ছে। অনেকটা সামরিক সংঘাতের দিকেই এগুচ্ছো। পরিস্থিতি গুরুতর তা আঁচ করতে পেরে চলতি সপ্তাহে ইউরোপের পূর্বাঞ্চলে সফরে যাচ্ছেন বরিস। কারণ মস্কো-কিয়েভের আসন্ন সংঘাতের বিষয়টি ইউরোপ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী বরিস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘রাশিয়ার অস্থিতিশীল কার্যকলাপ কখনও সহ্য করবে না ব্রিটেন। আমরা সব সময় ন্যাটোর মিত্রদের পাশে আছি। পুতিন যদি রক্তপাত ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তা হবে ইউরোপের জন্য ট্র্যাজেডি। ইউক্রেনকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্বাধীন হতে হবে’। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে ইউরোপজুড়ে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। জলে, স্থলে ও আকাশে ন্যাটো মিত্রদের সহায়তা করতে আমরা যে সক্ষম তা এর মধ্য দিয়ে নিশ্চিত করা হবে।’ এদিকে, চলমান সংকটে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করতে যাচ্ছেন বরিস জনসন। মূলত সংকট নিরসনের জন্য পুতিনের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে ইতোমধ্যে ৯ শতাধিক সামরিক সদস্য এস্তোনিয়ার ঘাঁটিতে অবস্থান করছে। এছাড়া আরও একশর বেশি ট্রেনিং-এ রয়েছে ইউক্রেনে। আর পোল্যান্ডে আছে দেড়শতাধিক। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের ৮ হাজার সেনা প্রস্তুত রয়েছে। নির্দেশের মাত্রই যুক্ত হয়ে যাবে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ