Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসে সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

আরো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক মাসের মধ্যে এটি দেশটির সপ্তম পরীক্ষা। রোববার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার ছিল। যেটি আকাশে দুই হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে জাপান সমুদ্রে পড়ে। বিবিসি জানায়, ২০১৭ সালের পর এটাই উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনার পরও একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। গত ৫ ও ১০ জানুয়ারি দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছিল, তারা হাইপারসনিক গøাইড ভেহিকেল এবং ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেলের সফল পরীক্ষা চালিয়েছে। তারপর গত ১৭ জানুয়ারি ভোরে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। গত ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব উপক‚লীয় সাগরে আরো দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়া জানায়, স্থানীয় সময় রোববার সকাল ০৭ টা ৫২ মিনিটে (২২:৫২ জিএমটি) উত্তর কোরিয়া পূর্ব উপক‚ল থেকে এবারের ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের হিসাব অনুযায়ী রোববার ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশে ২০০০ কিলোমিটার উঠে যায় এবং ৩০ মিনিট ধরে উড়ে আটশো কিলোমিটার (৫০০ মাইল) দূরে গিয়ে পড়ে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায়ে ‘ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাজ থেকে বিরত থাকতে’ বলেছে। এছাড়া, জাতিসংঘ উত্তর কোরিয়াকে ব্যালেস্টিক এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করেছে এবং এজন্য দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পূর্ব এশিয়ার এ দেশটি। যার পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্ব এবং আঞ্চলিক শক্তিকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে জানান দিতে চাইছে। তাদের নতুন নতুন প্রযুক্তি এবং মিলিটারি কমান্ড সিস্টেমের জন্যও এসব পরীক্ষা চালানো প্রয়োজন। উত্তর কোরিয়া সাধারণত জানুয়ারি মাসে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় না। তাই বিশেষজ্ঞরা মনে করেন, এবার জানুয়ারি মাসে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পেছনে সময়ের একটি ভ‚মিকা আছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চীনে শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে। মার্চে হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ