Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছরে ১০ লাখ কমল রাশিয়ার জনসংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়ার জনসংখ্যা গত এক বছরে ১০ লাখেরও বেশি কমেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে জনসংখ্যা এভাবে কমেনি দেশটিতে। এ তথ্য জানায় দেশটির পরিসংখ্যান সংস্থা রোস্ট্যাট। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহামারি করোনাভাইরাসে গত বছর দেশটির ৬ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন। বাকিদের অনেকে মারা গেছেন অন্যান্য রোগে। আর অন্যরা দেশত্যাগ করেছেন। সংস্থাটির মাসিক প্রকাশিত কোভিড-সম্পর্কিত মৃত্যুর পরিসংখ্যান দেশটির অন্য একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মৃত্যুর পরিসংখ্যান থেকে অনেক বেশি। সরকারি ওয়েবসাইটটির হিসাবে মোট মৃত্যুর সংখ্যা মাত্র ৩ লাখ ২৯ হাজার ৪৪৩। অন্যদিকে রাশিয়ায় ক্রমশ জন্মহার কমছে। কারণ, যে প্রজন্ম এখন বাবা-মা হচ্ছে তারা ১৯৯০ দশকে জন্মগ্রহণ করেছিল, যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক অনিশ্চতার মধ্যে পড়েছিল। এএফপি, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ