মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর এবারের তুষারঝড়। এরই মধ্যে দেশটির পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড় কবলিত এলাকাগুলোতে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তীব্র তুষারঝড় এবং ঠান্ডা বাতাসের কারণে এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক এলাকায় বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। নর’ইস্টার নামের এ তুষারঝড়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগমুহ‚র্ত পর্যন্ত নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকায় দুই ফুট উঁচু বরফের স্তর জমেছে। ম্যাসাচুসেটসে ৯৫ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার পর্যন্ত তীব্র ঠান্ডা থাকতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আবহাওয়াবিদ ম্যাথু ক্যাপুচ্চি বিবিসিকে বলেন, বড় সমস্যা হচ্ছে–তীব্র তুষারপাত। প্রতি ঘণ্টায় একটি জায়গায় আট থেকে ১০ সেন্টিমিটার পুরু বরফ পড়ছে। পৃথিবীর কোনো সড়ক পরিচ্ছন্নতাকর্মীর পক্ষেই এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ কারণে প্রায় সব সড়কই কার্যত বন্ধ হয়ে গেছে।’ তুষারঝড়টি ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও সতর্ক করা হয়েছে। তুষারঝড়ের গতিপথে থাকা নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নরেরা জরুরি অবস্থা জারি করেছেন। জীবনের নিরাপত্তার জন্য এসব অঙ্গরাজ্যের প্রায় ৭৫ লাখ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। বোস্টনের মানুষজনকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলা হয়েছে, শুধু জরুরি পরিস্থিতিতেই ঘর থেকে বের হওয়া যাবে। এর আগে ২০০৩ সালে এরকম এক ঝড়ে ২৪ ঘণ্টায় সেখানে ৭০ সেন্টিমিটার পুরু রেকর্ড পরিমাণ বরফ পড়েছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।