Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরেই বরকে ‘না’ বললেন কনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

এই বিয়ে করব না! বিয়ের আসরে দাঁড়িয়ে পাত্রী সোজা জানিয়ে দিলেন পাত্রকে। বিয়ে বাড়িতে আসা অতিথিরা তো একেবারে থমকে গেল পাত্রীর এমন কথায়। হঠাৎ কী এমন ঘটল, যার জন্য এই সিদ্ধান্ত নিলেন মেয়েটি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর অনুযায়ী, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পুরোহিতও শুরু করে দেন বিয়ের মন্ত্র। বিয়ের আসরে তখন বর অপেক্ষা করছেন কনের জন্য। কনে এলেন। শুরু হল বিয়ের রীতি। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু হঠাৎই ঘটল গÐগোল। মালাবদলের সময়ই বরের আচরণে কনে গেল ক্ষেপে। ঠিক কী করেছিলেন বর? কনের অভিযোগ, বর নাকি মালাবদলের সময় দূর থেকে মালা ছুঁড়ে গলায় পরাতে গিয়েছিলেন। যা খুবই আপত্তিকর আচরণ। তৎক্ষণাৎ অপমানিত বোধ করে বিয়েটাই বাতিল করে দিলেন কনে। গোটা ঘটনায় একবারে হতবাক দুই পরিবার। এমনকী, বর ও কনের পরিবারের মধ্যে এই ঘটনা নিয়ে তুমুল ঝামেলাও শুরু হয়ে যায়। তবে কনে তার সিদ্ধান্তেই অটুট রইলেন। কনের কথায়, ‘বিয়ের সময়ই যদি বর এরকম আচরণ করে, তাহলে বিয়ের পর কোনোভাবেই সে তার স্ত্রীকে সম্মান করবে না।’ তবে গোটা ঘটনাকে মিথ্যে বলে দাবি করেছেন পাত্র ও তার পরিবার। পাত্রের অভিযোগ, সবটাই মিথ্যে বলছে পাত্রী। ঘটনা একেবারে সাজানো। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ