মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাছ বিক্রি করে এক দিনেই কোটিপতি হয়ে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের এক জেলে। সামুদ্রিক মাছ তেলিয়া ভোলার বদৌলতে কপাল খুলেছে তার। শনিবার পশ্চিমবঙ্গের দিঘা মোহনার মাছের বাজারে প্রায় ১২১টি তেলিয়া ভোলা নিয়ে হাজির হন ওই মৎস্য ব্যবসায়ী। নিলামে যার দাম কোটি টাকা ছাড়ায়। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, কলকাতার এক ব্যবসায়ী নিলামে মাছগুলো কিনে নেন। বিক্রি হওয়া মাছের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রতিটি মাছের ওজন প্রায় ১৭ থেকে ১৮ কেজি। স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী জানান, তেলিয়া ভোলা সবসময় পাওয়া যায় না। চলতি বছরের শুরুতেই এ মাছ ধরা পড়ায় খুশি মৎস্য ব্যবসায়ীরা। আগে এমন আকারের মাছ ১২ থেকে ১৩ হাজারে বিক্রি হয়েছে। উল্লেখ্য, তেলিয়া ভোলা মাছের এত দাম হওয়ার মূলে রয়েছে এদের পেটে থাকা পটকা। এই পটকা থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওষুধি জিনিসপত্র। তৈরি হয় ক্যাপসুল এবং চিকিৎসায় ব্যবহৃত সুতো অর্থাৎ অপারেশনের পর যে সব সুতো ব্যবহার করা হয় সেগুলো। যে কারণেই এই মাছের দাম আকাশছোঁয়া। হিন্দুস্তান টাইমস বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।