Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুল ভেঙে চরম জনদুর্ভোগ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী খালের পুলটি ভেঙে পড়ে শত শত শিক্ষার্খীসহ হাজারো জনসাধারণ চরম ভোগন্তির শিকার হয়েছে। সরেজমিনে জানা গেছে, ইউনিয়নের মহিষচরনী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক যাতায়াত করে। এ পুল দিয়ে মহিষচরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষচরনী বাইতুর রহমান জামে মসজিদ সংলগ্ন মসজিদভিত্তিক পাঠাগার, ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়াও কাটাবুনিয়া, ঢুলিগাতী বাজার, ঐতিহ্যবাহী হেমড়া বাজার, ফুলহাতা, দৈবজ্ঞহাটী, সোনাখালী, গজালিয়া, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে যাতায়াতের জন্য এ পুলটি ব্যবহৃত হচ্ছে।
এ ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ হাওলাদার জানান, জনদুর্ভোগ নিরসনে খেয়ায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে। শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেয়া পার হতে পারছেনা। গ্রামবাসী এশারাত শেখ, শহিদুল ইসলাম, খলিল মুন্সী, গিয়াস উদ্দিন, মারুফ হাওলাদার বলেন, এ পুলটি ভেঙে যাওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। এখানে ব্রিজ নির্মাণের দাবি জানাই স্থানীয় সংসদ সদস্যর নিকট।
এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, অতি সম্প্রতি মালমাল বহনকারী একটি ইজিবাইক নিয়ে পুলটি ভেঙে পড়ে। এতে ইজিবাইক চালক আলাউদ্দিন খান আহত হয়। ২৫ বছর আগে এ পুলটি নির্মিত হয়। এরপর বহুবার সংস্কার হয়েছে। সবশেষে ১ মাস পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে এ পুলটি সংস্কার করা হয়েছিল। উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আরিফুল ইসলাম জানান, এলজিআরডি’র বরাদ্ধ কিংবা আইডিভূক্তর প্রেক্ষিতে পুলটি নির্মাণ হবে। এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান অবহিত করেছেন। উপজেলা পরিষদ কিংবা এলজিআরডি’র দপ্তরের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুল ভেঙে চরম জনদুর্ভোগ

৩১ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ