Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাক থেকে খাদ্য ওষুধ আমদানি করবে তেহরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১০:৩৪ পিএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আটক অর্থ ছেড়ে দিয়েছে ইরাকের ট্রেড ব্যাংক। এ প্রেক্ষাপটে ইরাক থেকে খাদ্য ও ওষুধ আমদানি করার পরিকল্পনা নিয়েছে তেহরান।

ইরানের খাদ্য ও ওষুধ শিল্প বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধায়ক হোমা আলভান্দি এক চিঠিতে খাদ্য, ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে ট্রেড ব্যাংক অব ইরাকের ছাড় করা অর্থে প্রয়োজনীয় পণ্য কেনার সক্ষমতা তৈরির কথা বলেছেন।

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান ইরাক থেকে খাদ্য ও ওষুধ কিনতে চায় তাদেরকে দ্রুত প্রস্তাবিত পণ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে নাম ঘোষণা করতে হবে। ইরাকের ব্যাংকে কী পরিমাণ অর্থ আটকে আছে তা পরিষ্কার নয় তবে এর আগে বলা হয়েছে যে, ৬০০ থেকে ৭০০ কোটি ডলার আটকে রয়েছে।

মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার মধ্যেও ইরাক প্রতিবেশী ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করেছে তবে তেহরানকে তার পাওনা পরিশোধ করতে পারে নি। মাঝেমধ্যে ইরাক থেকে পাওনা অর্থের অংশ বিশেষ পেয়ে থাকে ইরান তবে বেশিরভাগ সময় নানা রকম পণ্য কিনে সেই পাওনা আদায় করে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ