মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াইট হাউসে হুলস্থুল! বাড়ির নতুন সদস্যকে খাতিরের চেষ্টায় কর্মকর্তা-কর্মচারী কেউ কারো চেয়ে কম নন। অথচ যার জন্য এত ছুটোছুটি সে কিন্তু এসবে আমলই দিচ্ছে না। নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে গোটা হোয়াইট হাউস।
নতুন সদস্য হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের বিড়াল উইলো। হোয়াইট হাউসের নতুন বাসিন্দা বিড়াল হলেও খোদ প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডির পুষ্যি। আর তাই নামজাদা সেলেবদের থেকে তার কদর কিছু কম নয়!
গত শুক্রবারই পরিবারে নতুন সদস্য আসার কথা জানান বাইডেন। তিনি বলেন, ২ বছরের উইলোকে দত্তক নিয়েছে তার পরিবার। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে উইলোর ছবিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘বাইডেন পরিবারে স্বাগত, উইলো!’ দত্তক নেওয়া সদস্যের ছবি শেয়ার করেছেন ফার্স্ট লেডি ড. জিল বাইডেনও। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘উইলোর সঙ্গে আলাপ করুন!’
উইলোর আগমনে হোয়াইট হাউস যে বেশ খোশ মেজাজে, সেটা প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সোশাল মিডিয়া প্রোফাইল থেকেই স্পষ্ট। বোঝাই যাচ্ছে, লোমে ঢাকা ছটফটে সদস্যটির সঙ্গে সাধ্য মতো সময় কাটাচ্ছেন তারা। উইলোও নতুন পরিবারে এসে খুশি। সে কখনও দেওয়ালের আড়াল থেকে উঁকি মারছে, কখনও বা একাই খেলায় মত্ত থাকছে।
আর সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিয়েছেন হোয়াইট হাউসেরই কোনও সদস্য। সেইসব ছবি এখন ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে উইলোই যে হোয়াইট হাউসের প্রথম বিড়াল সদস্য, এমনটা নয়। এর আগে বাইডেনের পূর্বসূরীদের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ফার্সট লেডি লরা বুশেরও পোষ্য ছিল। চকচকে কালো রঙের সেই বিড়ালের নাম ছিল ইন্ডিয়া। সূত্র : সিএনএন, ইউএসএ টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।