রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাউফল (পটুয়াখালী ) উপজেলা সংবাদদাতা
জমিজমা বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় লুটপাটে বাধা দিতে গিয়ে নারীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের শহিদুল হাওলাদারের সাথে একই বাড়ির জবান শফিকুল ইসলাম জলিল, দেলোয়ার হাওলাদার এবং হেলাল গাজিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। স্থানীয় চেয়ারম্যান সালিশ করে দিলেও শফিকুল ইসলাম জলিল ও দেলোয়ার হাওলাদার ওই সালিশ মানেনি। ঘটনার দিন গত সোমবার শহিদুলের মা আছিয়া বেগম (৭০) বিকেলে একটি সুপারি গাছ কাটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে শফিকুল ইসলাম জলিল নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল দুই-তিন ঘণ্টাব্যাপী তা-ব চালিয়ে শহিদুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় লোহার রড ও লাঠির আঘাতে নারীসহ ৫ জন আহত হয়। আহত আছিয়া বেগম (৭০), মাহামুদা বেগম (৪৫) ও শহিদুল (৫৩)-কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। বাউফল থানার ওসি আযম খান ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রাতেই শহিদুল বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছেন। আটককৃত হেলাল গাজিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।