Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পৌরমেয়রের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কার লোন উত্তোলনের চেষ্টা

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকায় দু’টি শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষ পৌরমেয়রের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কার লোন উত্তোলনের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকায়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন জানান, লোন তুলে গাড়ি কেনার জন্য মৈকুলী মেসার্স আবিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী বদরুল আলম এবং মেসার্স সায়েম টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী ছাদেক ভুইয়া তাদের দুই প্রতিষ্ঠানের নামে কার লোন উত্তোলনের সিদ্ধান্ত নেন। কার লোন উত্তোলনের জন্য ওই দু’টি প্রতিষ্ঠানের নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও তারাব মেয়রের হাছিনা গাজীর স্বাক্ষর জাল করে পূবালী ব্যাংক শিবু মার্কেট শাখায় কাগজপত্র জমা দেয়া হয়। পূবালী ব্যাংক শিবু মার্কেট শাখার ম্যানেজার ইসরাফিল হোসেন চৌধুরী লোনের কাগজপত্র যাচাই করতে তারাব পৌরসভা কার্যালয়ে লাইসেন্স সেকশনে পাঠান। তারাব পৌরসভা যাচাই করে এ দু’টি প্রতিষ্ঠানের নামে কোনো ট্রেড লাইসেন্স না পাওয়ায় বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ দাখিল করেন। নারায়গঞ্জ পুলিশ সুপার এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, মেসার্স আবিদ ট্রেডার্স এবং মেসার্স সায়েম টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেড নামে দু’টি প্রতিষ্ঠানের নামে ভুয়া ট্রেড লাইসেন্স আমার স্বাক্ষর জাল করায় বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরমেয়রের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কার লোন উত্তোলনের চেষ্টা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ