Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ লাখেরও বেশি মৃত্যুর মাইলফলক পেরোল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৩:০৭ পিএম

মহামারির দুই বছরে করোনায় ৭ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটির পরিসংখ্যান দফতর রস্টাট স্টেট স্ট্যাটিসটিকসের বরাত দিয়ে শনিবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
রস্টাট স্টেট স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে করোনাজনিত কারণে রাশিয়ায় মৃত্যু হয়েছে মোট ৭ লাখ ১ হাজার ৭০৩ জন। মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে বর্তমানে দ্বিতীয় শীর্ষস্থানে অবস্থান করছে রাশিয়া।
পরিসংখ্যান আরও বলছে, গত ডিসেম্বরে বিশ্বের বৃহত্তম এই দেশটিতে করোনায় মারা গিয়েছিলেন ৫৪ হাজার ৬৩০ জন। তার আগের মাস নভেম্বরে করোনাজনিত কারণে সেখানে মৃত্যু হয়েছিল ৯০ হাজার মানুষের, যা মাসিক মৃত্যুর হিসেবে রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনের দাপটে বিশ্বের অন্যান্য দেশের লাগামহীন ভাবে সংক্রমণ বাড়লেও রাশিয়ায় এখনও প্রাধান্যবিস্তারকারী ধরন ডেল্টা। দেশটিতে প্রতিদিন যত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন কিংবা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই ডেল্টার শিকার।
শুক্রবার রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪০ জন মানুষ। এই নিয়ে টানা আট দিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা লাখের ঘরের কাছাকাছি অবস্থান করছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় ভুগে মারা গেছেন ৬৭৩ জন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ