Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নিজেকে নির্দোষ দাবি করে কাজীর সংবাদ সম্মেলন

বিয়ের রেজিস্টার বই জব্দ

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়নের কথিত এক কাজীর কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার একটি বিবাহ রেজিস্টার বই জব্দ করায় নিজেকে নির্দোষ দাবি করে গতকাল মঙ্গলবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কথিত ওই কাজী। মোঃ ইয়াকুব আলী নামে কথিত ওই কাজী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি মোহাম্মদাবাদ ইউনিয়নে নিয়োজিত মুল কাজী সাইফুল ইসলামের সহকারী হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট রাতে মুল কাজী সাইফুল ইসলামের দেয়া বিবাহ রেজিস্ট্রি বই নিয়ে জামালপুর ইউনিয়নে শুক্তাহার গ্রামে বিয়ে রেজিস্ট্রি করতে গেলে জেলা রেজিস্ট্রারের প্রত্যয়ন ছাড়া একটি নিকাহ রেজিস্ট্রার বই জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। পরবর্তীতে মূল কাজী সাইফুল ইসলাম নিজে দায়িত্ব পালন না করে সহকারী দিয়ে বিবাহ রেজিস্ট্রি করার অপরাধ থেকে দায় মুক্তা হওয়ার জন্য আমাকে তার সহকারী অস্বীকার করেন এবং আমার কাছে থাকা রেজিস্ট্রি বইটি তার নয় বলে স্বীকার করেন। অথচ আমার কাছে এখনও তার দেয়া ১৭টি রেজিস্ট্রি বই রহিয়াছে। এমতাবস্থায় ইউএনও মহোদয় আমাকে শোকজ করেছেন আমি তার জবাবও দিয়েছি। আমি চাই সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এর বিচার হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজেকে নির্দোষ দাবি করে কাজীর সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ