নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করতে এখন কঠোর অনুশীলনে মগ্ন জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাব। আগামী ৩ ফেব্রæয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এবারে বিপিএল। আসন্ন লিগে চ্যাম্পিয়ন ফাইট দিতেই আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে প্রস্তুত হচ্ছে তারুণ্য নির্ভর সাইফ স্পোর্টিং। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের সেমিফাইনালে ঢাকা আবাহনীর কাছে হেরে বিদায় নিলেও লিগে কোনও দলকেই ছাড় দিবে না সাইফ। এমন প্রত্যাশা অধিনায়ক জামাল ভূঁইয়ার, ‘লিগে ভালো করার লক্ষ্যে কঠোর অনুশীলন করছি আমরা। দলের জন্য এবং নিজের জন্য আরও ভালো খেলতে চাই।’ সাইফ তারুণ্য নির্ভর দল হলেও বিদেশিদের মান নিয়ে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড এমপন উদোহ ও এমেকা ওগবাগ প্রত্যাশা মেটাতে পারছেন না। গতবার খেলে যাওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার জন ওকোলি থাকলে হয়তো দল আরও একটু নির্ভার থাকতে পারতো। তবে এ দল নিয়েই আশাবাদী কোচ ক্রুসিয়ানি, ‘আমি বিদেশি খেলোয়াড়দের নিয়ে কোনভাবেই হতাশ নই। তাদের নিয়ে অনুশীলনে বেশ কাজ চলছে। আশা করছি, লিগ শিরোপার জন্য লড়াই করতে পারবো। লিগের শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে খেলতে পারলে শিরোপা জয় করা অসম্ভব কিছু হবে না বলে আমার বিশ্বাস।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।