Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম নারী প্রেসিডেন্ট পেল হন্ডুরাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার বামপন্থী জিওমেরা ক্যাস্ত্রো শপথ গ্রহণ করেছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপাতদৃষ্টিতে তার নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন। ক্যাস্ত্রো বলেন, ‘আমি দেশের সংবিধান ও এর আইন মেনে চলে জনগণের স্বার্থে অটল থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’ তার লিবরি দলের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টিকারী প্রতিদ্বন্দ্বীতার কেন্দ্রে থাকা তার পছন্দের কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদন্দো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণা চালানোর সময় ক্যাস্ত্রো প্রতিশ্রুতি দেন, তিনি বিজয়ী হলে চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্রুত চালু করবেন। তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া মাত্র ১৪টি দেশের অন্যতম দেশ হচ্ছে হন্ডুরাস। চীন পক্ষ পরিবর্তনে এ দ্বীপ দেশের মিত্রদের সফলভাবে উৎসাহ দানে কয়েক দশক ব্যয় করে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের একটি অংশ মনে করে। সূত্র : এএফপি।



 

Show all comments
  • MNI Khan ২৯ জানুয়ারি, ২০২২, ৮:২০ এএম says : 0
    HEARTY CONGRATULATION ON BEHALF OF BANGLADESH.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ