নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় সর্বশেষ এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে খেলার আগে মাসকাটে বাংলাদেশ খেলেছিল বাছাই পর্ব। তবে এবার হয়তো আর বাছাই পর্ব খেলতে হচ্ছে না লাল-সবুজদের। কারণ প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অনেক খেলাই হয়নি। ফলে বাছাই পর্বের আয়োজন না করে আসন্ন হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে সরাসরি খেলোয়াড়দের নাম নিবন্ধন চেয়েছে গেমস কর্তৃপক্ষ। যার আলোকে হকি ফেডারেশনকে খেলোয়াড়দের নাম দিতে বলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাছাড়া এশিয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১১তম স্থানে। এশিয়াডে দুই গ্রুপে খেলে থাকে ১২টি দল। সেক্ষেত্রে ধরেই নেয়া যায় র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি হ্যাংঝু এশিয়ান গেমসে খেলছেন রাসেল মাহমুদ জিমিরা। এমন সমীকরণেই এশিয়ান গেমসে সরাসরি বাংলাদেশের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি শুক্রবার বলেন, ‘আমরা র্যাঙ্কিংয়ে ১২ দলের মধ্যেই রয়েছি। তাছাড়া বাছাই পর্ব হওয়ার সম্ভাবনাও নেই। বিওএ আমাদের কাছে খেলোয়াড়দের নামের তালিকা চেয়েছে গেমস কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য।’ ইউসুফ যোগ করেন, ‘এশিয়ান গেমসের জন্য খেলোয়াড় নির্বাচন করতে আমাদের কার্যনির্বাহী কমিটি ৩ ফেব্রুয়ারি জাতীয় দল নির্বাচক কমিটির সঙ্গে একটি সভায় বসবে। ওই সভায় দল নির্বাচন নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে আমাদেরকে খেলোয়াড়দের নাম জমা দিতে হবে। এবারের এশিয়াডে ১৮ সদস্যের বাংলাদেশ হকি দল যাবে হ্যাংঝুতে।’
এদিকে আগামী ১ থেকে ৮ মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়ায় হতে যা্চ্েছ এশিয়া কাপ হকির বাছাই পর্ব। এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। শিগগিরই জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে এবার জাতীয় দলের কোচ কে হবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করলেও এশিয়া কাপ বাছাইয়ে কে থাকছেন জিমিদের কোচ তা নির্ধারণ হয়নি এখনও।
৩ ফেব্রুয়ারি বাহফের কার্যনির্বাহী কমিটির সভাতেই নতুন কোচ নিয়োগ ও বাংলাদেশ দলের প্রস্তুতির ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানান মোহাম্মদ ইউসুফ। তার কথায়, ‘ ইন্দোনেশিয়ার এশিয়া কাপ বাছাইকে সামনে রেখে আমরা শিগগিরই জাতীয় দলের অনুশীলন শুরু করতে যাচ্ছি। কোচও এর আগে ঠিক হয়ে যাবে। তবে সবকিছুর সিদ্ধান্তই আমাদের নির্বাহী কমিটির সভায় হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।