Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুন্যতম স্বাস্থ্যবিধি অনুপস্থিতির মধ্যে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পুনরায় ৫শ অতিক্রম করল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:৫০ পিএম

করোনা মহামারীর নুন্যতম স্বাস্থ্যবিধি অনুপস্থিতির মধ্যে দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় সংক্রমণ পুনরায় ৫শ অতিক্রম করল। এসময়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো একজন। এর আগে গত বছর ১৩ আগষ্ট এ অঞ্চলে ৪৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে ১২৪ জন সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৫০৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় সংখ্যাটা ছিল ৩৬১। এনিয়ে চলতি মাসের ২৮ দিনে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ২০১ জনে। মৃত্যু হয়েছে দু জনের। আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা গত বছর আগষ্টের পরে সর্বোচ্চ। এ অঞ্চলের সবগুলো জেলাতেই এখন সংক্রমন হার প্রায় ৫০% হলেও পিরোজপুরে তা প্রায় ৬৫%। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারন করতে যাচ্ছে। সবুজ এলাকায় থাকা দক্ষিণাঞ্চল ইতোমধ্যে লাল তালিকায় অন্তভর্’ক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভোলাতে একজন সহ দক্ষিণাঞ্চলে মোট মৃত্যুর সংখ্যাটা দাড়াল ৬৮২ জনে। আক্রান্তের সংখ্যা এখন ৪৭ হাজার ৮০১ । আর গত ৪৮ ঘন্টায় আরো ৮৩ জন সহ মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৯২৫ জন।

বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রতিদটি জেলার পরিস্থিতিই চরম অবনতির দিকে যাচ্ছে। তবে মহানগরীর বাইরে পিরোজপুর,পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠীর অবস্থা ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে। এ অঞ্চলের প্রায় সব এলাকাতেই সংক্রমন গত বছরের জুলাই মাসে পর্যায়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় বরিশাল মহানগরীতে প্রায় দেড়শ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের মাত্র ৬% জনসংখ্যার এ নগরীতে আক্রান্তের সংখ্যা ১২ হাজারে পৌছতে যাচ্ছে। ইতোপূর্বে মৃত্যু হয়েছে ১০২ জনের। এসময়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২৮। পটুয়াখালীতে আক্রান্ত হয়েছেন ১১৯ জন । ভোলাতে ১০৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের সাথে মৃত্যু হয়েছে ১জনের। ৫৬ জন আক্রান্তের সাথে দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যু হারের বরগুনাতে আরো একজনের মৃত্যু হয়েছে। খুলনা-পিরোজপুর সীমান্তের পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় ১৪৭ জনের দেহে নতুনকরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পিরোজপুর সংলগ্ন ঝালকাঠীতেও এসময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১০৫ জন।

এ নিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোরে মধ্যে বরিশালেই সর্বাধীক ১৯ হাজার ৩৫৯ জনের দেহে করোনা পজিটিচভ শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যায়ও বরিশাল শীর্ষে, ২৩০ জন। বরিশালের পরেই আক্রান্তের শীর্ষে দ্বীপজেলা ভোলায় সংখ্যাটা ৭ হাজার ১৭৮ জনে উন্নীত হয়েছে। এ জেলায় মারা গেছেন ৯২ জন। পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ৫১১ হলেও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন। পিরোজপুর জেলায়ও আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৭৫৮। জেলাটিতে মারা গেছেন ৮৩ জন।
আর দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে ইতোমধ্যে ৪ হাজারর ১১০ জন আক্রান্তের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলের সর্বাধীক সংক্রমন হারের ঝালাকাঠীতেও ইতোমধ্যে ৪ হাজার ৮৮৫ জন শনাক্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ