বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আলাদা সচিবালয় হলেই বিচার বিভাগের সব সমস্যা সমাধান হবে বলে মনে করেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, এ জন্য বরং অভিজ্ঞ, মেধাবী ও যোগ্য বিচারপতি প্রয়োজন। এতে করে বিচার বিভাগের কাজে গতিশীলতা আসবে। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, বর্তমানে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে যাচ্ছে। এতে করে আগের তুলনায় বিচার বিভাগে কাজের গতি ফিরে এসেছে। তবে আলাদা সচিবালয় গঠন করার বিষয়টি সম্পূর্ণ আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, তবে আলাদা সচিবালয় হলেই যে কাজের গতি বাড়বে বা বড় কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। বরং বিচার বিভাগের কাজের গতিশীলতার জন্য মেধাবী বিচারপতি দরকার। কেননা একজন মেধাবী বিচারপতি দৈনিক ২০টি মামলার শুনানি করতে ও রায় দিতে সক্ষম। অন্যদিকে অযোগ্য ও অদক্ষ বিচারপতি এক মাসেও ২০টি মামলা শেষ করতে পারেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।