Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা দিলেন রব

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
আ স ম আবদুর রব বলেন, যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা না দেন তাহলে কি হবে সেটা আল্লাহ জানেন। আমাদের একটাই দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ক্ষমতার মালিক করতে হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সরকারকে হুঁশিয়ারি দিয়ে আবদুর রব বলেন, সুন্দরবনের পাশে আপনি কয়লা বিদ্যুত কেন্দ্র করতে পারবেন না। বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে অন্য কোথাও করতে হবে।
তিনি বলেন, পাকিস্তানীরা মনে করতেন, আওয়ামী লীগকে ক্ষমতা দেয়া যাবে না। পাকিস্তান ভেঙ্গে যাবে। এখন আওয়ামী লীগ মনে করছে, অন্য কোন দলকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। তাদের ভবিষ্যত পরিণতি কি হবে তা ভবিষ্যতই নির্ধারণ করবে।
আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে রব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্যই এই দলের জন্ম হয়েছিল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের এসএম আকরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেএসডি’রসহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী জামিল, জেএসডি’র মিডিয়া বিষয়ক সম্পাদক ফিরোজ আলম মিলন, মফিদুল ইসলাম কামাল, এমএ গোফরান, আতাউল করিম ফারুক, মোহাম্মদ সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসীসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শুরুর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৪তম প্রতিষ্ঠানবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি আ স ম আবদুর রব ও দলীয় পতাকা উত্তোলন করেন আবদুল মালেক রতন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগামী নির্বাচনে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা দিলেন রব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ