Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের নামাতে আনা হলো মই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

আন্দোলন করে দাবি তুলে ধরা ও অধিকার আদায়ের গল্প সারা বিশ্বেই আলোচনার বিষয়। সময়ের সঙ্গে আন্দোলনের ধরন বদলেছে বহুবার। কীভাবে নিজেদের দাবি-দাওয়া মানুষের নজরে আনা যায় তা ঠিক করতে গিয়ে অনেকেই বিচিত্র সব পদ্ধতি অবলম্বন করেন। এমনই এক অদ্ভুত নিদর্শন মিলেছে ভারতে। সেখানে আন্দোলন করতে সোজা গাছে উঠে পড়েছেন একদল নারী। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মহারাষ্ট্রের বীড জেলায় আন্দোলনকারী নারীদের গাছ থেকে নামাতে ওপরে উঠতে হয়েছে খোদ বিধায়ককে। গাছে মই লাগিয়ে তাদের নিচে নামানোর ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জানা যায়, বেশ কিছু দাবি নিয়ে গাছে উঠে আন্দোলন শুরু করেছিলেন বীড নগর পরিষদে কর্মরত নারীরা। গাছ থেকে পড়ে আহত হওয়ার আশঙ্কায় অনেকেই তাদের নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের অবস্থানে অনড় থাকেন নারীরা। ঘটনাচক্রে সেখানে হাজির হন জেলার সংরক্ষক মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে। নারীদের গাছে উঠে আন্দোলন দেখে অবাক হন তিনিও। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ